মা ভাবতেন সমকামী, অথচ সঞ্জয়ের ছিল ৩ শতাধিক নারীসঙ্গী!

মা ভাবতেন সমকামী, অথচ সঞ্জয়ের ছিল ৩ শতাধিক নারীসঙ্গী!

বিতর্ক এবং সাফল্য সমানতালে এসেছে বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনে। তারুণ্যে নেশাগ্রস্ত হয়ে পড়া, যৌবনে এসে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কারাভোগ, আর অসংখ্য নারীসঙ্গী; এমন বৈচিত্র্যে ভরা ব্যক্তি তিনি। বিস্ময়ের ব্যাপার হলো, এসব বিতর্কের রেশ কমাতে পারেনি তার জনপ্রিয়তা কিংবা বক্স অফিসের সাফল্য। সঞ্জয় তার সিনেমাটিক জীবনে অসংখ্য নারীর সঙ্গে প্রেম করেছেন, তাদের শয্যাসঙ্গী হয়েছেন। কিন্তু মজার বাপার হল, সঞ্জয়ের মা নার্গিস মনে করতেন, ছেলে সমকামী! ছেলেকে নিয়ে একবার কথা বলতে গিয়ে প্রিয় বন্ধুকে নার্গিস জানিয়েছিলেন, যে কোনও ছেলে বন্ধু এলেই ঘরের দরজা বন্ধ করে দিতেন সঞ্জয়। এরপর থেকেই…

বিস্তারিত