মা হচ্ছেন এমা স্টোন

মা হচ্ছেন এমা স্টোন

মার্কিন অভিনেত্রী এমা স্টোন গত বছর বিয়ে করেছিলেন কমেডিয়ান ডেভ ম্যাকক্যারিকে। এবার নতুন অতিথি আসছে তাদের সংসারে। প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছেন এমা। এমন তথ্যই প্রকাশ করেছে বিদেশি একাধিক গণমাধ্যম। ৩২ বছরের বয়সী এ অভিনেত্রীকে ‘বেবি বাম্প’ সহ দেখা গেছে লস অ্যাঞ্জেলসের রাস্তায়। সেখানে ডেইলি মেইলের ফটো সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েন তিনি। যদিও মা হওয়ার বিষয়ে এখনও কিছুই জানাননি ‘লা লা ল্যান্ড’ সিনেমার এ অভিনেত্রী। তবে মা হওয়ার বিষয়ে আমেরিকার একটি গণমাধ্যমকে এমার ঘনিষ্ঠ সূত্র জানায়, মা হওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত এমা। ক্রমেই তিনি আরও রূপবতী হয়ে উঠছেন। নিজের ও সন্তানের…

বিস্তারিত