মৃতদেহের সঙ্গে মিলন, ‘জেগে’ উঠলেন তরুণী, অতঃপর…

মৃতদেহের সঙ্গে মিলন, 'জেগে' উঠলেন তরুণী, অতঃপর...

মর্গের ভেতর একা এক যুবক। একটু আগে সেখানে আনা হয়েছে এক তরুণীর মরদেহ। কিছুক্ষণ পর হঠাৎ সামনে আসে ওই যুবকের ‘বিকৃত রুচি’। ঘরে একা ওই তরুণীর মৃতদেহ দেখেই যৌন মিলন করতে যান যুবক। কিন্তু তখনই ঘটে বিপত্তি। আচমকাই দেহটি ‘জেগে’ ওঠে। গলা টিপে ধরে যুবকের। বিপাকে পড়ে ওই যুবক চিৎকার করে উঠেন। শব্দ শুনে মর্গের বাকি কর্মীরা ঘটনাস্থলে এসে দেখেন ওই যুবক প্রলাপ করছেন। তবে মৃহদেহটি যেভাবে ছিল সেভাবেই রয়েছে। ভয় পাওয়ার মতোই ঘটনা বটে। তবে এটা রিয়েল লাইফে নয়, রিল লাইফের ঘটনা। ‘দ্য শট কার্টস’ নামে একটি ইউটিউব চ্যানেল…

বিস্তারিত