মোস্তাফিজবিহীন বাটলারের কাছে পারল না মুম্বাই

মোস্তাফিজবিহীন বাটলারের কাছে পারল না মুম্বাই

মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ। বাংলাদেশে এর একটাই মানে, মোস্তাফিজুর রহমান দলে আছেন? গত পাঁচ ম্যাচের পর আজও সে প্রশ্নের উত্তর ছিল ‘না’। মোস্তাফিজবিহীন মুম্বাই আগের ম্যাচগুলোতে চার জয় তুলে নিয়েছিল। আজ আর সেটা হয়নি। রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরেছে মুম্বাই। এ হারে প্লে অফে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে উঠেছে মুম্বাইয়ের। মুম্বাই অবশ্য রাজস্থানের কাছে নয়, হেরেছে জস বাটলারের কাছে। ১৬৮ তাড়া করতে নামা রাজস্থানের হয়ে একাই রান করেছেন বাটলার। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। কিন্তু এ রানটা এসেছে ৩৬ বলে। শুরু থেকেই রান তোলার গতিটা বাড়িয়ে…

বিস্তারিত