যশোর-বেনাপোল মহাসড়কে পুরানো গাছের ডাল ভেঙ্গে নিহত-১,আহত-১

শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। যশোর-বেনাপোল মহাসড়কের পাশের দু’শত বছরের পুরানো শিশু গাছের একটি ডাল ভেঙ্গে নাভারন বাজারের নিউ মার্কেটের সামনে মর্মান্তিক মৃত্যুর স্বীকার হলেন পথচারী মটরসাইকেল চালক নুর হোসেন(২৫)। আহত হলেন আরোহী আসাদুল (২৪)। নিহত নুর হোসেন উপজেলাার কাশিয়াডাঙ্গা গ্রামের কদর আলীর পুত্র ও আহত আসাদুল একই গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। আচমকা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটছে রবিবার রাত পৌনে ৮টার সময়। প্রত্যক্ষদর্শীরা জানান,রাত আনুমানিক পৌনে ৮টার সময় সড়কের পাশের বহু বছরের পুরানো শিশু গাছের একটি পুরানো বড় ডাল আচমকা ভাবে ভেঙ্গে রাস্তার উপর পথচারী মোটরসাইকেল চালক নুর হোসেনের উপর পড়ে।মটর সাইকেল দুমড়ে…

বিস্তারিত