যুবতীকে চাচাতো ভাইয়ের ধর্ষণ, ভিডিও করেন স্বামী

যুবতীকে চাচাতো ভাইয়ের ধর্ষণ, ভিডিও করেন স্বামী

চিকিৎসা করানোর নামে ২১ বছরের যুবতীকে ওঝার কাছে নিয়ে আসেন তার স্বামী ও এক চাচাতো ভাই। কিন্তু সেখানে তার উপর চালানো হয় যৌন অত্যাচার। চাচাতো ভাই ওই যুবতীকে ধর্ষণ করার সময় ভিডিও করেন তার স্বামী। কয়েকদিন আগে এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। রাজ্যের ভোপালের গুনগা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিতা শাজাপুরের বাসিন্দা। ঘটনাটির ব্যাপারে গুনগা থানার কর্মকর্তা রমেশ রাই বলেন, দু’বছর আগে ওই যুবতীর বিয়ে হয়েছিল। ওঝার কাছে বন্ধ্যাত্বের চিকিৎসা করানোর নামে স্বামী এবং চাচাতো ভাই তাকে গুনগার কদমপুর এলাকায় নিয়ে আসে। সেখানে ওই যুবতীর এক চাচির বাড়িতে উঠেছিলেন তারা।…

বিস্তারিত