যেভাবে ‘পটু’ হলো ইমরুলের ডাক নাম

যেভাবে 'পটু' হলো ইমরুলের ডাক নাম

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় কোচ টম মুডি মজা করেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ‘ফিজ’ নামে ডাকতেন। যেটা পরবর্তীতে তার ডাক নাম হয়ে গেল। ঠিক তেমনি ইমরুল কায়েসেরও একটি ডাক নাম ক্রিকেট পাড়ায় মুখে মুখে শোনা যায়। আর সেটা হলো ‘পটু’। মুস্তাফিজের মতো পরিবার থেকে এই নাম দেওয়া না হলেও সতীর্থদের অনেকেই মজা করেই তাকে এই নামে ডাকেন। তা তার নামটা কিভাবে হলো? জিম্বাবুয়ের বিপক্ষে রবিবার মিরপুরে ওয়ানডে ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস খেলার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইমরুল কায়েসকে এক সাংবাদিক সেই প্রশ্ন করে বসেন। জবাবে ইমরুল বলেন,…

বিস্তারিত