দুশ্চিন্তা করায় যেসব রোগ বেড়ে যাচ্ছে

মহামারি করোনায় দুশ্চিন্তার সঙ্গেই ঘর করতে হচ্ছে আপাতত আমাদের। কবে সবকিছু মিটবে তা জানা নেই। মন ভাল রাখার সবগুলো পথ বন্ধ। তার উপর যখন-তখন, যেখানে-সেখানে রোগের ভয়। কেউ একটা হাঁচি দিলে বা গা একটু গরম হলেই মনে হয়, করোনা নয় তো আবার! করোনায় মানসিক চাপ ও মেজাজ খারাপের হাত ধরে অন্য রোগ যে এসে হাজির হবে, তা নিয়ে কোন সন্দেহ নেই। কী রয়েছে সেই রোগের তালিকায়? আসুন, দেখে নেওয়া যাক। দুশ্চিন্তায় বাড়তে পারে যে রোগ: ১. উদ্বেগ বাড়লে অনেকেই যা খুশি খেতে শুরু করেন, শুয়ে-বসে থাকেন, নেশা করেন। তার হাত…

বিস্তারিত