যৌন হয়রানি চেপে রাখা যাবে না

যৌন হয়রানি নিয়ে কথা বলাকে আমরা যারা রীতিমতো পাপ বলে মনে করি, তাদের সবচেয়ে আগে এটা অনুভব করতে হবে যে এটা পাপ নয়। এটা ভুক্তভোগীর জন্য লজ্জার নয়। এটা প্রকাশে কোনো সংকোচ-দ্বিধা থাকা এই যুগের মেয়েদের অন্তত থাকা উচিত নয়। এ লজ্জা-ভয় তার বা তাদের হওয়া উচিত, যে বা যারা ঘটনাগুলো ঘটাচ্ছে। যৌন হয়রানি নিয়ে আমাদের দেশে দণ্ডবিধির পাশাপাশি বিশেষ আইন আছে। তদন্ত ও বিচারের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা আছে। তারপরও এই হয়রানি ঘরে বা বাইরে কমছে না। কিছু কিছু আমরা জানতে পারি, বেশির ভাগই জানতে পারি না, কারণ যাঁরা এই…

বিস্তারিত