রূপগঞ্জে ছিনতাই বৃদ্ধি

রূপগঞ্জে ছিনতাই বৃদ্ধি

রূপগঞ্জ প্রতিনিধি ঃ   রাতের আধারে গলায় ছুড়ি ধরে বলে যা আছে সব দিয়ে যা। না দিলে কোপায়,মারপিট করে। এরপর সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। প্রতিরাতেই এমন ঘটনা ঘটছে রূপগঞ্জের ঢাকা -সিলেট মহাসড়কের তারাব পৌরসভার খাদুন, বরাব, বরপা, মৈকুলি, বিশ্বরোড এলাকায়। বিভিন্ন কারখানার শ্রমিক,পথচারী, গাড়ীর চালক -হেলপার ছিনতাইয়ের শিকার হচ্ছে। যারা কাজ করে তারা বেশি ছিনতাইয়ের শিকার হয়। অনুসন্ধানে জানা গেছে , তারাব পৌরসভার খাদুন, বরাব, বরপা, মৈকুলি, বিশ^রোড এলাকায় একটি ছিনতাইকারী চক্র রয়েছে। ওরা রাত ৯ টার পর চাকু নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে। বরপা হোটেলের আশেপাশে বসে থাকে। ছিনতাইয়ের…

বিস্তারিত