দোহারের পদ্মায় বাড়ছে পানি,লোকালয়ে ভাঙ্গনের আতংকে দশ হাজার মানুষ!

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি: গত তিন দিনের টানা ভারী বর্ষণ আর উজান থেকে বেয়ে আসা পানিতে দোহারের পদ্মা নদীতে পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে।নদীর পানি প্রচন্ড স্রোতে লোকালয়ে প্রবেশ করছে ফলে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সরেজমিনে জানা যায়,উপজেলার নয়াবাড়ি,মাহমুদপুর,বিলাশপুর,নারিশা ও মুকসুদপুর ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী প্রায় ১৪টি গ্রামে নদীর পানি লোকালয়ে হুহু করে ঢুকছে। এই অবস্থায় নদীতীরবর্তী ১৪টি গ্রামের প্রায় দশ হাজার মানুষ কৃত্তিম বন্যার শিকার হয়েছে।তাদের ফসলি জমি,বাড়ি-ঘর পানির নিচে তলিয়ে যাবে বলে জানান নদীতীরবর্তী বাসিন্দারা। দোহারের মাহমুদপুর,চর মাহমুদপুর,বাহ্রাঘাট,বিলাশপুর,নয়াবাড়ি,ধোয়াইর,মেঘুলা,রানীপুর ও মধুরচর এলাকায় হাজার ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ…

বিস্তারিত