শীতের আগমনে রূপগঞ্জে লেপ-তোষক তৈরির ধুম

শীতের আগমনে রূপগঞ্জে লেপ-তোষক তৈরির ধুম

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ   শীতের এখনও বেশ বাকি। তারপরও আবহাওয়ার কারণে একটু আধটু ঠান্ডা পড়তে শুরু করেছে। সন্ধ্যায় ও শেষ রাতের দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে গ্রাম অঞ্চলগুলোতে। গ্রামের অলিগলিতে ধনুকরের  (লেপ তোষক কারিগর) সুরের ধ্বনি আছড়ে পড়ছে। বানাই লেপ তোষক, বানাই লেপ তোষক বলে ডাক হাঁকতে থাকেন রাস্তায়, বাসা বাড়ির পাশে। কুলবধুরা দৌড়ে আসেন, ধনুকরদের সাথে দামদও করেন, শীতের আগাম প্রস্তুতি নিতে লেপ তোষক বানাচ্ছেন। গৃহবধুরা জানান, এবার দাম অনেক বেশি হাঁকছেন কারিগররা। তেপ তোষকের কারিগর ধনুকররা জানান, সব জিনিষের দামই বেশি । কিনতে হয় বেশি…

বিস্তারিত