সিলেটের গোলাপগঞ্জে কলোনিতে ভয়াবহ আগুন নিহত ৫, আহত ১

সিলেটের গোলাপগঞ্জে কলোনিতে ভয়াবহ আগুন নিহত ৫, আহত ১

হাসনাত জামাল রোমেল, সিলেট প্রতিনিধি :- সিলেটের গোলাপগঞ্জে একটি কলনীতে ভয়াবহ অগ্নিকান্ডে মা-শিশুসহ  ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার লক্ষ্মনাবন্দের (টিল্লা বাড়ি) লয়লু মিয়ার কলনীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসকিমা বেগম (৩০) তার শিশু সন্তান তাহমিদ (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াই গ্রামের সেবুল (১৬), ও অজ্ঞাত এক কিশোর (১৬)। নিহতদের মধ্যে দুই নারীই অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে…

বিস্তারিত