সোনাগাজীতে দুর্দর্শ ডাকাতি

সোনাগাজীতে দুর্দর্শ ডাকাতি ,

ফেনী প্রতিনিধি : ফেনী সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামে সৌদি প্রবাসী হাফেজ কামালের নতুন বাড়ীতে ৫লাখ টাকার মালামালসহ দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ৩টার সময় এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা যায়, ১০-১২ জনের একদল মুখোশধারী ডাকাত হাফেজ কামালের বিল্ডিং ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা, ৪ ভরী স্বর্ণালংকার, ৩ টি মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পরে যাওয়ার পথে ডাকাতদল পার্শ্ববর্তী নুর আহম্মদের নতুন বাড়ীর লোহার গেইট ভাঙতে গেলে শব্দশুনে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। ডাকাতির…

বিস্তারিত