সৌম্য নামবেন কোথায়?

সৌম্য নামবেন কোথায়?

জিম্বাবুয়ে সিরিজের শেষ ওয়ানডের আগে হঠাৎই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। যে খেলোয়াড়কে ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে মাঝপথে ডেকে আনা হয়েছে তাঁকে নিশ্চয়ই বসিয়ে রাখবে না টিম ম্যানেজমেন্ট। কিন্তু সৌম্য খেলবেন কোন ব্যাটিং পজিশনে? তিনে না সাতে? ‘সৌম্যর আর অনুশীলন লাগবে কী, সে তো খেলার মধ্যেই ছিল’—তড়িঘড়ি করে সৌম্য সরকারের অনুশীলনে যাওয়া নিয়ে চট্টগ্রামের হোটেল র‌্যাডিসন ব্লুর লবিতে আম্পায়ার মাসুদুর রহমানের রসিকতা। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ অর্ধসমাপ্ত রেখে হঠাৎই এই বাঁ হাতি টপঅর্ডার ব্যাটসম্যান উড়ে এসেছেন চট্টগ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলাতেই হয়তো তাঁকে ডেকেছে টিম ম্যানেজমেন্ট।…

বিস্তারিত