হৃত্বিক-কঙ্গনার ঠাণ্ডা যুদ্ধ চলছেই!

হৃত্বিক-কঙ্গনার ঠাণ্ডা যুদ্ধ চলছেই!

ঠাণ্ডা যুদ্ধ শুরু করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত৷ আর প্রথম চালেই নাস্তানাবুদ করে ছেড়ে দিলেন হৃত্বিক রোশনকে৷ বলিউডে এদের দুজনের প্রেমকাহিনী কারোরই অজানা নয়৷ তবে এবার নীরবেই দ্বন্দটা বজায় রাখলেন কঙ্গনা৷ দুজনেই একটা সময় প্রকাশ্যে একে অপরের ওপরকে দোষারোপ করতে ছাড়নেনি ৷ কিন্তু মাঝে বেশকিছুদিন ধরেই চুপ ছিলেন হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাওয়াত৷ তবে হার মানবে না কঙ্গনা। মৌনভাবেই হৃতিককে জবাব দিলেন তিনি ৷ আসলে হৃতিক রোশনের ম্যানেজার ছিলেন অঞ্জলী আধা দীর্ঘদিন ধরেই হৃত্বিকের বিভিন্ন কাজ সামলেছিলেন ৷ কিন্তু সম্প্রতি অঞ্জলীকে ম্যানেজার পদ থেকে ছাঁটাই করেন হৃতিক রোশন৷ আর সেই…

বিস্তারিত