বেহেশতি যুবকদের সরদার হোসাইন রা.

বেহেশতি যুবকদের সরদার হোসাইন রা.

৮ জানুয়ারি ৬২৬ ইং হজরত হোসাইন (রা.) এ ধরাপৃষ্ঠে শুভাগমন করেন। তার জন্মের শুভ সংবাদে রাসূলে করিম (সা.) খুবই আনন্দিত হয়েছিলেন। তিনি নিজেই কানে আজান দেন এবং নবজাতকের নাম হোসাইন রাখেন। হজরত ইমাম হোসাইন (রা.)-এর চেহারা ছিল খুবই আকর্ষণীয় ও সুন্দর। হুজুর (সা.)-এর পবিত্র চেহারা মোবারকের সঙ্গে তার চেহারার মিল ছিল। জন্মের সাত দিনের দিন নানা মুহাম্মাদ (সা.)-এর একটি মেষ (কোনো কোনো বর্ণনায় দুটো) জবেহ করে তার আকিকা দেন। রাসূলে করিম (সা.) বলেন, ‘হাসান এবং হোসাইন বেহেশতে যুবকদের সরদার। (তিরমিজি)। অন্য বর্ণনায় এসেছে এরা দুজন আমার বংশ এবং আমার কন্যার…

বিস্তারিত