brandbazaar globaire air conditioner

টসে জিতে বোলিংয়ে চিটাগং ভাইকিংস

টসে জিতে বোলিংয়ে চিটাগং ভাইকিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩০ তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে আগে ব্যাট করতে মাঠে নামবে মাশরাফি বাহিনী ।চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজি টিভি ও মাছরাঙা টিভি।

বিপিএলের চলমান আসরে ইতিমধ্যে ৮ ম্যাচ খেলে চার জয়ে৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে রংপুর। অন্যদিকে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংস আগের সাত ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম,ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস,রাইলি রুশো।

চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ,খালেদ আহমেদ, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রিলিঙ্ক।

Related posts

Leave a Reply