brandbazaar globaire air conditioner

ট্যালেন্টপুল-এ বৃত্তি পেল খানেপুর উচ্চ বিদ্যালয়ের ০২ শিক্ষার্থী

ট্যালেন্টপুল-এ বৃত্তি পেল খানেপুর উচ্চ বিদ্যালয়ের ০২ শিক্ষার্থী

 নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয়ের ০২ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে বলে জানাযায়। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, খানেপুর গ্রামের বিশ্বজিৎ পালের মেয়ে দূর্গা পাল ও একই গ্রামের মো. সিরাজ উদ্দিনের মেয়ে মৌসুমি আক্তার রিয়া। খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন বলেন, গত ২০১৯ সালের জে.এস.সি পরিক্ষার আমাদের স্কুল এই উপজেলায় ৫ম স্থানে অবস্থান করছে। দূর্গা এবং মৌসুমি আমাদের স্কুলের, শিক্ষকদের ও পরিবারের মুখ উজ্জ্বল করেছে। ওদের প্রতি ও সকল শিক্ষার্থীদের প্রতি আমার দোয়া থাকবে। ওঁরা যেন অনেক দূর এগিয়ে যায়। উল্লেখ্য, ঢাকা শিক্ষা বোর্ড ২০১৯ সালে অনুষ্ঠিত জে.এস.সি. পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে খানেপুর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পায়। তারা উভয়েই সকলের দোয়াপ্রার্থী।

Related posts