
শেরপুর প্রতিনিধি : আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় শেরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত আনিসুর রহমানের বিক্ষুব্ধ সমর্থকরা বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালিয়েছে।
১৩ জানুয়ারি বুধবার রাতে শহরের বিভিন্ন দোকানপাট ও যানবাহনে ভাঙচুর চালায় তারা। এসময় অনন্যা কসমেটিকসের মালিক ইন্দ্র নন্দী আহত হয়।
জানা যায়, নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। বুধবার রাতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানী ঢাকায় গণভবনে স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
এ খবর রাতে শেরপুরে ছড়িয়ে পড়ার সাথে সাথে তৃণমূলের ভোটে নির্বাচিত মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমানের সমর্থকরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
এক পর্যায়ে কিছু সমর্থক শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, ইজিবাইক ও মোটর সাইকেলসহ হালকা যানবাহন ভাঙচুর চালায়।
এতে মুহূর্তেই শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় দুইজনকে আটক করে পুলিশ। তবে শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।