কক্সবাজারের হিমছড়ি পর্যটন সর্বোচ্চ নিলাম ডাককারী হয়েছেন শিমুল এন্টারপ্রাইজ

কক্সবাজারের হিমছড়ি পর্যটন সর্বোচ্চ নিলাম ডাককারী হয়েছেন শিমুল এন্টারপ্রাইজ

মো: সাইফুল ইসলাম ( জেলা প্রতিনিধি কক্সবাজার)

আগামী সনের জন্য কক্সবাজারের সুপরিচিতি পর্যটন কেন্দ্র ‘ হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রের (পর্যটন কেন্দ্র) ইজারা সম্পন্ন হয়েছে। এতে ১কোটি ৬৭ লাখ ৬৭০ টাকায় সর্বোচ্চ নিলাম ডাককারী হয়েছেন শিমুল এন্টারপ্রাইজ। গত সোমবার (৭ ডিসেম্বর) বেলা আড়াইটায় এই নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে বেলা দুইটা থেকে আড়াইটার আগ পর্যন্ত ডাককারীরা ইজারা পত্র জমা দেন। কক্সবাজার দক্ষিণ বনবিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ সনের জন্য হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রের প্রবেশ ও গাড়ি পার্কিং ফি আদায় প্রকল্পের ইজারা টেন্ডার আহ্বান করা হয়। এতে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়।

 তার মধ্যে সর্বোচ্চ ডাককারী হয়েছে শিমুল এন্টারপ্রাইজ। দ্বিতীয় সর্বোচ্চ ডাককারী ছিলো এন আর এন্টার প্রাইজ। এই প্রতিষ্ঠানের ডাকের অংক ছিলো এক কোটি ৪৭ লাখ। দুইজন এসিএফসসহ তিনজনের ইজারা কমিটি এই ইজারা প্রক্রিয়া সম্পন্ন করেন। জানা গেছে, শিমুল এন্টারপ্রাইজ ২০১৬-১৭ সনে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক ইজারা নিয়েছিলো।


 কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, অত্যন্ত স্বচ্ছভাবে ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে শিমুল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ডাককারী হয়েছে। কাগজপত্র ঠিক থাকলে এই প্রতিষ্ঠান ইজারা পাবে। উল্লেখ্য, এই পর্যটন কেন্দ্রটি ২০১৯-২০ সনে ৯২ লাখ টাকায় ইজারা হয়েছিলো।

আপনি আরও পড়তে পারেন