কটুক্তি শুনেও হাসেন বদলে যাওয়া ওয়ার্নার

হঠাৎই বদলে যাওয়া ছবি উঠে আসছে। নেটে ব্যাট করতে যাওয়ার আগে হেডফোন লাগিয়ে গান শোনেন। আর ব্যাট করার সময় তার স্মার্ট ঘড়িতে বাজে গান। আগের তুলনায় অনেক বেশি ফোকাস দেখায় তাকে। মনোযোগী ছাত্র যেন। এমন তো আগে দেখা যেত না!

এক বছরের নির্বাসন কাটিয়ে মাঠে ফেরা যে সহজ নয়, খুব ভালো করে জানেন ওয়ার্নার। দুরন্ত ব্যাট করার পরেও। গ্যালারি আজও তাকে মেনে নিতে সময় নিচ্ছে। বিদ্রুপের শিকার হচ্ছেন তিনি। রাগ বা অভিমান নেই।

তিনি বলে দিচ্ছেন, ‘লোকে অর্থ খরচ করে মাঠে আসছে। ওদের অধিকার আছে কটুক্তি করার। এটুকু বলতে পারি, আমার কিন্তু খারাপ লাগছে না।’

বাউন্ডারি লাইনে যখন ফিল্ডিং করেন ওয়ার্নার, বিপক্ষ দর্শকদের কটুক্তি শুনতে খারাপ লাগে না? ওয়ার্নার বলছেন, ‘আমি হাসার চেষ্টা করি। সানগ্লাসটা খুলে সবার চোখের দিকে তাকানোর চেষ্টা করি। আসলে আমি স্বপ্ন নিয়ে বাঁচার চেষ্টা করি।’

নির্বাসনের একটা বছর অত্যন্ত খারাপ কেটেছে ওয়ার্নারের। বাইরের জগতে যেমন, তেমনই ব্যক্তিগত জীবনে। স্ত্রী ক্যান্ডিস রোববার তৃতীয় সন্তানের জন্ম দেবেন। কিন্তু ওই সময়টা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। দু’বার মিস ক্যারেজ হয় ক্যান্ডিসের।

বিশ্বকাপে ৫০০ রান করে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে। যেভাবে বিধ্বংসী ব্যাটিং করছেন, হয়তো শচিন টেন্ডুলোরের বিশ্বকাপে সর্বোচ্চ ৬৭৩ রানের রেকর্ডটা ভেঙে ফেলবেন ওয়ার্নার।

তার আগে গান শোনার নতুন অভ্যাস নিয়ে অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার বলেন, ‘গত বারো মাসে আমি অনেক কিছুই নতুন করে শুরু করেছি। ট্রেনিংয়ের সময় গান শোনার ব্যাপারটাও সেই রকম। এতে নিজেকে রিল্যাক্স রাখা যায়।’

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন