ঋণখেলাপি হলেই সে খারাপ মানুষ নয়: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ঋণখেলাপি হলেই সে খারাপ মানুষ হয়ে গেল, এটা তো হলো না। ঋণ নিয়েছে, ভেগে গেছে কিনা, দেশে আছে কিনা- সেটা দেখেন। যে কর্মসংস্থান তারা তৈরি করেছে, সেটা কিন্তু একটা মন্ত্রণালয়, একটা সরকারও করতে পারে না।

শুক্রবার (২৮ জুন) সকালে রাজধানীর মতিঝিলে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নূরুল মাজিদ মাহমুদ বলেন, ঋণ তো থাকবেই, ঋণ ছাড়া কোনও ব্যবসা হয় না। ঋণ নিতেই হবে। আমাদের কারও বাপ-দাদার এতো পয়সা ছিল না যে, আমরা রাতারাতি শিল্পপতি হয়ে গেছি। আজকে আপনারা যে বাংলাদেশ ভোগ করছেন, সেটা কিন্তু ছিল না। অনেক ঘাত-প্রতিঘাতে এখানে এসেছে।

তাহলে কি ঋণখেলাপিদের উৎসাহিত করা হলো কিনা, জানতে চাইলে তিনি বলেন, আমি উৎসাহিত করব কেন? ঋণ ছাড়া তো কেউ ব্যবসা করতে পারে না। ভুল ব্যাখ্যা করবেন না প্লিজ।

এসময় শিল্পসচিব মো. আবদুল হালিমসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন