কেরানীগঞ্জে অসহায় দু:স্থ মানুষের পাশে হাজী জজ মিয়া ফাউন্ডেশন

আবু জাফর, কেরানীগঞ্জ :

করোনা পরিস্থিতির কারনে কেরানীগঞ্জের অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে হাজী জজ মিয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে তেঘরিয়া ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিদিন হাজারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। যতদিন এই অবস্থা চলমান থাকবে ততদিন ইউনিয়নবাসীকে খাদ্য ও অন্যান্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনে চেয়ারম্যান মো: রায়হান মিয়া। জানা যায়, তেঘরিয়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হাজী মো: জজ মিয়ার নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মরহুম জজ মিয়ার পুত্র মো: রায়হান মিয়া। জজ মিয়া ছিলেন তেঘরিয়া ইউনিয়নের পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান। দানশীল জজ মিয়া স্থানীয়ভাবে ‘হাতেম তাই’ খ্যাত ছিলেন। তেঘরিয়া ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দিতেন তিনি। এমনকি অনেক রাস্তাঘাট নিজের অর্থায়নে তিনি নির্মান করেন। অত্যন্ত জনপ্রিয় ও সফল এই ব্যক্তি গত বছর ওমরা হজ্ব করতে গিয়ে মদিনায় মৃত্যুবরন করেন। মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবক সঙ্গে নিয়ে কয়েকটি গাড়ীতে খাদ্য সামগ্রীর পোটলা তুলছেন রায়হান মিয়া ও তেঘরিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান (মরহুম জজ মিয়ার বড় ভাই) হাজী লাট মিয়া। এরপর খাদ্য সামগ্রী বোঝাই গাড়ী নিয়ে বেড়িয়ে পড়েন চাচা-ভাতিজা। গ্রামে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যের পোটলা তুলে দেন অসহায় মানুষের হাতে। এক মাস ধরে এভাবেই অসহায় মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। বহাজী জজ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রায়হান মিয়া জানান, তার বাবার সুনাম ধরে রাখার জন্যই তিনি এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করেছেন। বাবার মতো তিনি করোনা মহামারীর সময় কর্মহীন অসহায় মানুষ ও সমাজের মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন। মঙ্গলবার পর্যন্ত ১০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বাবাকে সবসময় দিকনির্দেশনা দিয়ে সহায়তা করতেন মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বাবার মতো তিনিও তাদের নির্দেশনায় এগিয়ে যাচ্ছেন। গনমানুষের কল্যানে কাজ করছেন। এসময় তিনি ঘোষনা দেন, জজ মিয়ার পরিবার যতদিন থাতবে ততদিন তেঘরিয়া ইউনিয়নের একজন মানুষও না খেয়ে থাকবে না। তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লাট মিয়া জানান, জজ মিয়ার স্বপ্ন বাস্তবায়নে তারা কাজ করছেন। মহামারির এই সময় সবাইকে ধ্যৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তেঘরিয়াবাসীর খাদ্যের সংকট হবে না। আপনারা শুধু সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। একদিন ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠবো।

আপনি আরও পড়তে পারেন