চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, ফেন্সিডিল সহ গ্রেফতার-২

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, ফেন্সিডিল সহ গ্রেফতার-২
সানজিদা খাতুন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
 চুয়াডাঙ্গা জেলা পুলিশের  অধীনস্থ জীবননগর থানা পুলিশ কর্তৃক   মাদকবিরোধী  বিশেষ অভিযান চালিয়ে  মাদকদ্রব্য ফেন্সিডিল সহ  ২ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,(১৬ ফেব্রুয়ারী)
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ  সুপার মো: আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায়
 জীবননগর থানার অফিসার ইনচার্জ  মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার এসআই (নিঃ) মোঃ নাহিরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রায়হান আলী সঙ্গীয় র্ফোসসহ বিশেষ অভিযান পরিচালনা করা কালে  গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন মাইক্রো স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর  থেকে
আনুমানিক রাত ৮ টার দিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বাজে বামনদহ গ্রামের মোশারফ হোসেনের ছেলে  ইমরান সিদ্দিক (২৮) ও ফজলুর রহমানের ছেলে  শাওনুজ্জামান (৩০) কে  ২০  বোতল  ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
 জীবননগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল  খালেক  জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  নিয়মিত মামলা রুজু  করা হয়েছে।এসময় তিনি আরো বলেন,জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মো: আব্দুল্লাহ্ আল মামুনের সার্বিক নির্দেশনা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। থানা এলাকায় মাদকের সন্ধান যেখানেই পাওয়া যাবে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবেন,মাদকের সাথে কোন প্রকার আপোষ নাই।সর্বোপরি মাদকের বিরুদ্ধে জীবননগর থানা পুলিশের অভিযানে অব্যাহত রয়েছেন।

আপনি আরও পড়তে পারেন