চোখের সামনে পুড়ছে কোটি কোটি টাকার সম্পদ

চোখের সামনে পুড়ছে কোটি কোটি টাকার সম্পদ

গাজীপুরের পুবাইলের মাজুখান এলাকায় লাগা আগুন ৩০টিরও বেশি ঝুটের গুদামে ছড়িয়ে পড়েছে। আগুনের কালো ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। রোববার (০৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঝুট ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, প্রথমে টঙ্গী বাজার এলাকায় ঝুটের ব্যবসা শুরু করি। সেখানে জায়গা স্বল্পতার কারণে টঙ্গী বাজারের পাশাপাশি আশপাশের কয়েকটি এলাকার দুইশ ব্যবসায়ী গুদাম ঘর তৈরি করে ব্যবসা শুরু করি।

তিনি আরও বলেন, চোখের সামনে কোটি কোটি টাকার মালামাল পুড়ে যাচ্ছে। দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। এখানে কিছু দিন আগেও আগুন লেগেছিল। তবে তখন খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু এবারের আগুন আমাদের একেবারে পথে বসিয়ে দিয়েছে।

আরেক গুদাম মালিক মো. সোলায়মান বলেন, অন্যান্য দিনের মতো আজ সকালে কাজ শুরু করি। পাশের অপর একটি ঝুটের গুদামে আগুনের কুণ্ডলি দেখতে পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেই।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন বলেন, মাজুখানে ঝুটের গুদামে আগুন লাগার খবরে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, গাজীপুর থেকেও একটি ইউনিট টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে।

 

আপনি আরও পড়তে পারেন