‘দেয়ার ওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হলেন আশিকুর রহমান

‘দেয়ার ওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হলেন আশিকুর রহমান

বিশ্বের অন্যতম শিক্ষা বিষয়ক দাতব্য সংস্থা দেয়ার ওয়ার্ল্ডের গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান।

দেয়ার ওয়ার্ল্ড বিশ্বব্যাপী শিক্ষা সংকটের অবসান ঘটাতে ও পরবর্তী প্রজন্মের সম্ভাবনা প্রকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।সংস্থাটি তিনটি বিষয়ের প্রতি মনোনিবেশ করে। প্রত্যেক শিশুকে মানসম্মত শিক্ষা দেওয়া, প্রত্যেক শিশুর স্কুলে যাওয়ার অধিকার প্রয়োগ করা এবং প্রত্যেক তরুণ প্রাপ্তবয়স্কদের দক্ষতা বিকাশে প্রবেশাধিকার দেওয়া।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির ইয়ুথ টিম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের হাতে গড়া এ প্রতিষ্ঠান বিশ্বব্যাপী শিক্ষা বিষয়ক সমস্যা ও সমাধান নিয়ে কাজ করে।

আশিকুর রহমান মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক যুব সংগঠন ইয়ুথ হাবের একজন কার্যকরী সদস্য ও কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে শিশুদের শেখার জন্য একটি নিরাপদ জায়গা, মানসম্মত শিক্ষাদান ও ভবিষ্যতের জন্য দক্ষতা তৈরিতে কাজ করছেন।

আপনি আরও পড়তে পারেন