দোহার-নবাবগঞ্জ হবে পরিকল্পিত এবং আধুনিক মডেল টাউন | সালমান ফজলুর রহমান

দোহার-নবাবগঞ্জ হবে পরিকল্পিত এবং আধুনিক মডেল টাউন | সালমান ফজলুর রহমান

ঢাকার দোহার নবাবগঞ্জকে পরিকল্পিত, আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থাপনা ও স্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান।

শুক্রবার হেলিকপ্টার যোগে ঝটিকা সফরে সকাল সাড়ে দশটায় নবাবগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে ব্যক্তিগত গাড়ি যোগে বিভিন্ন স্থাপনা ও স্থান পরিদর্শন করেন।

বাংলাদেশের নিদর্শন হিসেবে মডেল উপজেলা প্রতিষ্ঠায় নবাবগঞ্জকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা নিয়েছেন তার অংশ হিসেবে তিনি এ সফর করেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক এরিয়া, পুরাতন কোট বিল্ডিং কমপ্লেক্স, উপজেলা শিল্পকলা একাডেমি, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের স্থান, আনসার একাডেমি, উপজেলা ডাক বাংলো পরিদর্শন করেন। পরে তিনি হেলিকপ্টার যোগে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়ার দোহারে চলে আসেন।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন সায়ান এফ রহমান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, দোহার সার্কেলের সিনিয়র এএসপি মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার হক চৌধুরী, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল প্রমুখ।

 

দোহার নবাবগঞ্জকে পরিকল্পিত, আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থাপনা ও স্থান পরিদর্শন
দোহার নবাবগঞ্জকে পরিকল্পিত, আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থাপনা ও স্থান পরিদর্শন

দোহার নবাবগঞ্জকে পরিকল্পিত, আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থাপনা ও স্থান পরিদর্শন

আপনি আরও পড়তে পারেন