নদী রক্ষায় সচেতনতা বাড়াতে কাজিপুরে বিশ্ব নদী দিবস পালন

নদী রক্ষায় সচেতনতা বাড়াতে কাজিপুরে বিশ্ব নদী দিবস পালন
মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ
 ‘আমাদের জনজীবনে নৌপথ’ এই শ্লোগান কে সামনে রেখে নদী রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বরের চতুর্থ রোববার দেশব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব নদী দিবস’পালিত হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর)  দুপুরে  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার এ বি এম আরিফুল ইসলাম এর  সভাপতিত্বে উদযাপন উপলক্ষে একটি  র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,বিশেষ অতিথি হিসেবে   বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন ।  নদীর পরিবেশ রক্ষা ও নদী শাসন সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন  উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম,  শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, সমাজ সেবা অফিসার আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত হাসিবুল্লাহ, কাজিপুর পেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, বাংলাদেশ নদী মাতৃক হিসাবে খ্যাত। নদী প্রকৃতিকে বাঁচাতে না পারলে প্রকৃতি আমাদের উপর আঘাত করবে।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে সরকারি,কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ।

আপনি আরও পড়তে পারেন