নবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি না মানায় প্রার্থীকে জরিমানা

নবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি না মানায় প্রার্থীকে জরিমানা

ঢাকার নবাবগঞ্জে ষষ্ঠ ধাপে শুরু হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এরই মাঝে প্রার্থীদের চালছে প্রচার-প্রচারণা৷ কিন্তু বিধিনিষেধ মানছেন না অনেকেই৷

আচরণবিধি না মানায় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে নবাবগঞ্জের আগলা ইউনিয়ন নির্বাচনী এলাকায় ৩ জন প্রার্থীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

জানা গেছে, প্রার্থীদে প্রচারের জন্য স্টিকারযুক্ত পোস্টার ব্যবহার এবং গাড়িতে লিফলেট আকারে স্টিকার ব্যবহারে তিনজন প্রার্থীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়৷

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল প্রতিবেদককে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধি না মানায় ৩ জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে৷

আপনি আরও পড়তে পারেন