নবাবগঞ্জে শরৎ উৎসব উদযাপন

নবাবগঞ্জ প্রতিনিধি :
মাটির সংস্কৃতি ধরে রাখব আমরা, ছড়িয়ে দিব সারা বিশ্বে” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ললিতকলা একাডেমী (নাফা)’র উদ্যোগে শরৎ উৎসব-১৪২৮ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া ব্রীজে এ অনুষ্ঠানের নাচ-গান সহ নানা আয়োজন উপভোগ করেন সহস্রাধিক দর্শক-শ্রোতা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহম্মেদ।আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা ললিতকলা একাডেমী (নাফা)’র সভাপতি শফিউর রহমান তোত
নাফা’র সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. হারুন-অর-রশিদ, শোল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজীর আহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন খান, শোল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজুলল হক, আওয়ামীলীগ নেতা ফয়েজ আল মাসুদ টুটুল,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুজ্জামান হিরণ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রুহুল আমীন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন