নবাবগঞ্জে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে বান্দুরা বাজার বাস টার্মিনাল এলাকায় অভিযান

নবাবগঞ্জে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে বান্দুরা বাজার বাস টার্মিনাল এলাকায় অভিযান

ঢাকার নবাবগঞ্জে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে মঙ্গলবার বিকালে বান্দুরা বাজার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় পুরাতন বান্দুরা এলাকার মো. শাহ আলম ইসলাম (৩৯)  নামে এক ব্যক্তিকে সড়কে চাঁদা আদায়ের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে বান্দুরা বাজার বাস টার্মিনালের ইজারাদার মুশফিকুর রহমান পলাশ বলেন, বিগত সময়ে যারা এ বাস টার্মিনালের ইজারাদার ছিলেন তারা দীর্ঘ সময় এ সড়কে টোল আদায় করেছেন। তৎকালীন প্রশাসন ওই ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান বলেন, বান্দুরা বাজার এলাকায় অবৈধভাবে সড়ক পথে বিভিন্ন পরিবহণ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাই। কেউ চাঁদার টাকা পরিশোধ না করলে তাদের গাড়ি সড়কে চলাচল করতে বাধা দেওয়া হয়। সড়কে চাঁদাবাজি বন্ধে এ অভিযান চালানো হয়।

 

 

আপনি আরও পড়তে পারেন