পদ্মার ১৪ কেজির কাতল ২১ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। সোমবার (২ আগস্ট) ভোরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের ২ কিলোমিটার ভাটিতে ছাত্তার মেম্বারের পাড়ায় নদীতে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে সকাল সাড়ে ৭টার দিকে বিক্রির উদ্দেশ্যে তিনি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মোহন মন্ডলের আড়তে মাছটি নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২০ হাজার ৫৯০ টাকায় কিনে নেন।

পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ করে বিকেলে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৩০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

এ সময় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার মাছের প্রচুর চাহিদা থাকায় ছোট্ট কাতলটির দামও চড়া। মাছটি লাভে বিক্রি করতে পেরে খুবই ভালো লাগছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মিঠাপানির সুস্বাদু মাছ পাওয়া যাবে।

 

 

আপনি আরও পড়তে পারেন