বদলগাছীতে জাকা ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জাকা ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের
উদ্যোগে গরীব, অসহায় ও দরীদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার
বেলা সাড়ে ১১টায় উপজেলার পারসোমবাড়ী বাজার সংলগ্ন হেড অফিস- হেভেন লজ
ভবনে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাকা ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়নাল আবেদীন, জেডসাস এর প্রেসিডেন্ট এবং
কাজলবিবি মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦
কায়েম উদ্দীন মন্ডল, জাকা ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সি.ই.ও এবং আমরা
মুক্তিযোদ্ধার সন্তান নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান রিমন, বাংলাদেশ
পুলিশ সিআইডিতে কর্মরত এএইচএম কামরুল হাসান, বদলগাছী উপজেলা
যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জাকা ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পিএসটু
সি.ই.ও মেহেদী হাসান সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সহ জাকা ফুড
ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রায় পাঁচ শতাধিক গরীব, অসহায় ও দরীদ্রদের মাঝে লাচ্ছা, চিনি ও দুধ বিতরণ করা
হয়।
মহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল

আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী
শামছুল আলম(৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে
উপজেলা সদরের লিচু বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শামছুল আলম
মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শামছুল আলম গ্রামের বাড়ি থেকে
মোটরসাইকেলে যোগে উপজেলা সদরে আসছিলেন। অপরদিকে মহাদেবপুর থেকে
নওগাঁ গামী একটি ট্রাক যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা সদরের লিচু বাগান এলাকায়
ট্রাকটি নিয়ন্ত্র হারিয়ে মোটরসাকেলের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে শামছুল
আলম ট্রাকের নিচে চাপা পড়ে রাস্তার পাশে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দূর্ঘটনার বিষয়টি
নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি
উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ফারমান আলী
নওগাঁ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment