বাঁশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পাহাড় ধসে মুহাম্মদ সাইমন (৫) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার জঙ্গল পাইরাং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইমন ওই এলাকার রশিদ আহমদের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সাইমনদের বাড়িটির পাশেই পাহাড়। শিশুটি বিকেলের দিকে বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের পাহাড় থেকে  হঠাৎ মাটি ধসে পড়ে সাইমুনের ওপর। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, শিশুটির বাবা দিনমজুর। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ঘটনার সময় কেউ পাহাড়েরর মাটি কাটছিল কি-না এ প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার সময় পাহাড় কাটার কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে।

 

 

 

আপনি আরও পড়তে পারেন