বাগেরহাটে টিকে গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাগেরহাটে টিকে গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

তেলের পাইপের লিকেজ থেকে বাগেরহাটের টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরি গ্রিন বোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাগেরহাট, খুলনা ও মোংলা ইপিজেডের ৬ ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় রোববার (১৯ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে সকাল ৯টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর নামক স্থানে প্লাইউড তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে। এ সময় ফ্যাক্টরির বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। আগুনের মাত্রা বেশি থাকায় খুলনা ও মোংলা থেকে দুটি ইউনিট এনেছি। ৬টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, ফ্যাক্টরির বয়লারে তেল সরবরাহের পাইপ লিকেজ হয়ে গরম তেল বের হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ফ্যাক্টরির ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্তপূর্বক জানানো হবে।

আপনি আরও পড়তে পারেন