মধুর ক্যান্টিনে পাশাপাশি টেবিলে ছাত্রদল-ছাত্রলীগ

ডাকসু নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় ছাত্রদল। দীর্ঘদিন পর দল বেঁধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসেছেন বিএনপি সমর্থক ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি টেবিলে অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও বাম জোটের নেতারাও।

সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মাহদী তালুকদারের নেতৃত্বে সংগঠনটির প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী মধুর ক্যান্টিনে ঢোকে। সেখানে যাওয়ার পর ছাত্রদল নেতারা অন্য সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দীর্ঘ নয় বছর পর মধুর ক্যান্টিনে ঢোকা বিএনপির সহযোগী সংগঠনটির নেতারা ডাকসু নির্বাচন নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। সকাল ১১টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা থাকলেও দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কথা বলেনি ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান আসার পর ছাত্রদল ডাকসু নির্বাচন নিয়ে তাদের অবস্থান তুলে ধরবেন বলে জানিয়েছেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মাহদী। এর আগে ২০১০ সালের পর গত বৃহস্পতিবার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও শোডাউন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

এদিকে ছাত্রদলের পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীদের অনেক নেতাকর্মীও মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের হাজার খানেক কর্মী মধুর ক্যান্টিনে জমায়েত হয়েছে। সংগঠন দুটির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে। প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চ। যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩ মার্চ। ভোটার তালিকা প্রকাশ হবে ৫ মার্চ। ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলগুলোতে স্থাপিত ভোটকেন্দ্রে গিয়ে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment