মুন্সীগঞ্জের লৌহজংয়ে শান্তিপুর্নভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শান্তিপুর্নভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত।

 মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)।।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা গতবছরের ন্যায়  শুরু হয়েছে । লৌহজং উপজেলায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি দাখিল মাদ্রাসায় ও ২টি ভোকেশনাল প্রতিষ্ঠানের নিয়ে মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এবছর ১১২৯জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষার রেজিষ্ট্রেশন করলেও সমস্যার কারণে পরীক্ষায় অংশ গ্রহন করতে পারেন নি ২জন শিক্ষার্থী। পরীক্ষা অংশ গ্রহন করেন ১১২৭জন শিক্ষার্থী। অনুপস্থিতদের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ১জন ও ভোকেশনাল ১জন শিক্ষার্থী ছিলো।

 

তবে সবকটি কেন্দ্রে কোন রকমের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এসময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মো. মনির হোসেন, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান , মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর হোসেন, দৈনিক আগামীর সময় স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ জেলার মো. মানিক মিয়া, সভ্যতার আলোর প্রতিনিধি মিজানুর রহমান ঝিলু প্রমুখ। লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মো. মনির হোসেন জানান, আইন শৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট ভালো আছে এখন পর্যন্ত আমরা কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। পরীক্ষার পরিবেশ খুব ভালো। অভিভবাকেরাও সন্তুষ্ট যতটুকু দেখলাম আমি অভিভাবকদের সাথে কথা বলেছি তারা পরীক্ষার পরিবেশে সন্তুষ্ট বলে জানান আমাকে। আশা করি শেষ পর্যন্ত পরীক্ষা ভালো ভাবেই চলবে এবং লৌহজংয়ের পক্ষ থেকে আমি বলতে পারি পরীক্ষার ব্যাপারে আমরা যথেষ্ট প্রদক্ষেপ নিয়েছি। লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষকরাও যথেষ্ট সচেতন স্মাট ফোন ও তাদের বেগ গুলো যার যার কেন্দ্রের সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের রুমে রাখার ব্যবস্থা গ্রহন করেছি যাতে ক্লাস রুমে কোনো ধরনের সমস্যা না হয় শিক্ষকদের সেভাবেই বলা হয়েছে। আমাদের শিক্ষক যথেষ্ট পরিমানে পরিশ্রম করছে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, লৌহজং থানার পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষার কেন্দ্রে পুলিশ মোতায়ন করেছি তারা দায়িত্ব সহকারে ডিউটি পালন করছ

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment