সখিপুরে সরকারি খাস জমিতে মাটি কেটে ফেলে অবকাঠামো পরিবর্তন।

সখিপুরে সরকারি খাস জমিতে মাটি কেটে ফেলে অবকাঠামো পরিবর্তন।

সখিপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী এলাকায় সরকারি খাস জমিতে মাটি কেটে ও ফেলে অবকাঠামো পরিবর্তন করা হয়েছে। প্রশাসন নির্বিকার। সরেজমিনে গিয়ে দেখা যায় গড়বাড়ী বাজারের পশ্চিম দক্ষিণ পার্শে ইয়াদ আলী ও আহম্মদ আলী উভয় পিতা শুকুর মামুদ অবৈধভাবে জামাল বাদশা নজরুল ইসলাম এবং তোতা মিয়ার ভেকু দিয়ে সরকারি খাস জমিতে মাটি কেটে আবাদ যোগ্য ক্ষেত তৈরি করতেছে।

সাংবাদিক পরিচয় পেয়ে ইয়াদ আলী জানায় সাংবাদিক সজলকে ২ হাজার টাকা দিয়েছি, আপনারা আসছেন কেন? উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করলে জানায় তারা এব্যপারে কিছুই জানে না। সরকারি খাস জমিতে মাটি কাটা বন্ধ করার জন্য কাকড়াজান ইউপি তহশীলদার আবু তাহের বলেন-আমি কোন প্রকার খবর পাই নাই,তাই জানিনা, তবে আগামী কাল সকালে গিয়ে দেখতে হবে জমি খাস না রেকর্ড, তার পর ব্যবস্থা নেব।

আপনি আরও পড়তে পারেন