সাভারের জনপ্রিয় বামন নারী ময়ুরীর মরদেহ উদ্ধার

সাভারের জনপ্রিয় বামন নারী ময়ুরীর মরদেহ উদ্ধার

উজ্জ্বল হোসাইনঃ সাভার প্রতিনিধি 


সাভারের আড়াপাড়া থেকে বেঁদে সম্প্রদায়ের জনপ্রিয় বামন নারী ময়ুরী(৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
১৯ নভেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাফায়েত হোসেন।


১৯ নভেম্বর ভোরে সাভার পৌর এলাকার আড়াপাড়ার জমিদার বাড়ি মন্দির সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত ময়ুরী সাভারের বেঁদেপাড়া এলাকার তাহের মিয়ার মেয়ে। তিনি দীর্ঘ দিন ধরে সাভারের বাজার রোড এলাকায় ভাড়া থাকতেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচের জন্য সকলেই তাকে আশা করতেন।আড়াই ফুটের মতো উচ্চতার ময়ুরীকে সাভারের সকলেই খুব পছন্দ করতেন


স্থানীয়রা জানান, গতকাল রাতে ওই এলাকার জমিদার বাড়ি মন্দিরে নাচ-গান করার জন্য আসেন ময়ুরী। রাত ১০ টা পর্যন্ত তিনি নাচ-গান করে বাসার উদ্দেশ্যে চলে যান। পরে ভোরে  মন্দির সংলগ্ন এলাকার একটি গলিতে নিহতের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।


সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাফায়েত বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।  প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ আরও জানান  মুঠোফোন  বা কোন টাকা পয়সা পাওয়া যায়নি।

আপনি আরও পড়তে পারেন