তুরস্কের দক্ষিণাঞ্চলের মার্দিন প্রদেশে একটি সামরিক যান লক্ষ্য করে ঘটানো বোমা বিস্ফোরণে চার সেনা নিহত হয়েছেন।
শুক্রবারের এ হামলায় আরো দুই সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো।
মার্দিনের সাভুর জেলার ইয়াজদির ও তাসলিকলি গ্রামের মধ্যে ওই সামরিক যানটি টহল দেওয়ার কাছে নিয়োজিত ছিল। টহল দেওয়ার এক পর্যায়ে হাতে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
আহত দুই সেনাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো।
এছাড়া মার্দিনের পূর্বে সির্নাকে অন্য একটি বোমা হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর সাতজন সদস্য আহত হয়েছেন।
তুরস্কের দক্ষিণপূর্ব কুর্দি অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিক্ষিপ্ত লড়াই চলছে।
গেল গ্রীষ্মে আড়াই বছর ধরে চলা যুদ্ধবিরতি অবসান ও শান্তি প্রচেষ্টার ব্যর্থতার পর থেকে পিকেকের সঙ্গে সরকারি বাহিনীর এ লড়াইয়ে কয়েক হাজার পিকেকে বিদ্রোহী এবং কয়েকশত সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
১৯৮৪ সালে পিকেকে অস্ত্র হাতে তুলে নেওয়ার পর থেকে দুপক্ষের লড়াইয়ে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।