বিদ্যুৎ নেই কাটার মাস্টারের গ্রামে

বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের গ্রামে বিদ্যুৎ নেই। বিশ্বের সেরা এই বাঁ-হাতি পেসারের নিজ বাড়ির কাজ চলে সৌরশক্তিতে। অথচ তিনিই ক্রিকেটের রং ছড়িয়ে পুরো জাতিকে আলোকিত করেছেন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামটি শহর থেকে ৪০ কিলোমিটার দূরে। সেখান থেকে বিদ্যুৎ সংযোগ এসে পৌঁছায়নি এখানে। আজ বুধবার স্থানীয় তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল ইসলাম ছোট বলেন, ‘আমার ইউনিয়নের ছেলে মুস্তাফিজ। আমাদের জাতির গর্ব। তাঁর মতো মুস্তাফিজ ঘরে ঘরে আরো গড়ে উঠুক।’ তিনি বলেন, মুস্তাফিজ বিশ্বে বাংলাভাষার মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। Sponsored by Revcontent From The Web Every Subway Order Ranked from Worst to Best – Do You Agree? চেয়ারম্যান এনামুল ইসলাম বলেন, তিনি তেঁতুলিয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া চেষ্টা করছেন। খুব শিগগিরই বিদ্যুৎ চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা গ্রামের স্কুল মাঠে বড় পর্দা টানিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজের খেলা দেখেছে। এ জন্য জেনারেটর ভাড়া করেছিল।সূত্র – এন টিভি
Brandbazaarbd.com's photo.
Brandbazaarbd.com's photo.
Brandbazaarbd.com's photo.

বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের গ্রামে বিদ্যুৎ নেই। বিশ্বের সেরা এই বাঁ-হাতি পেসারের নিজ বাড়ির কাজ চলে সৌরশক্তিতে। অথচ তিনিই ক্রিকেটের রং ছড়িয়ে পুরো জাতিকে আলোকিত করেছেন।

বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের গ্রামে বিদ্যুৎ নেই। বিশ্বের সেরা এই বাঁ-হাতি পেসারের নিজ বাড়ির কাজ চলে সৌরশক্তিতে। অথচ তিনিই ক্রিকেটের রং ছড়িয়ে পুরো জাতিকে আলোকিত করেছেন।  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামটি শহর থেকে ৪০ কিলোমিটার দূরে। সেখান থেকে বিদ্যুৎ সংযোগ এসে পৌঁছায়নি এখানে।  আজ বুধবার স্থানীয় তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল ইসলাম ছোট বলেন, ‘আমার ইউনিয়নের ছেলে মুস্তাফিজ। আমাদের জাতির গর্ব। তাঁর মতো মুস্তাফিজ ঘরে ঘরে আরো গড়ে উঠুক।’ তিনি বলেন, মুস্তাফিজ বিশ্বে বাংলাভাষার মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। Sponsored by Revcontent From The Web Every Subway Order Ranked from Worst to Best – Do You Agree?  চেয়ারম্যান এনামুল ইসলাম বলেন, তিনি তেঁতুলিয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া চেষ্টা করছেন। খুব শিগগিরই বিদ্যুৎ চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।  স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা গ্রামের স্কুল মাঠে বড় পর্দা টানিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজের খেলা দেখেছে। এ জন্য জেনারেটর ভাড়া করেছিল।সূত্র – এন টিভি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামটি শহর থেকে ৪০ কিলোমিটার দূরে। সেখান থেকে বিদ্যুৎ সংযোগ এসে পৌঁছায়নি এখানে।

আজ বুধবার স্থানীয় তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল ইসলাম ছোট বলেন, ‘আমার ইউনিয়নের ছেলে মুস্তাফিজ। আমাদের জাতির গর্ব। তাঁর মতো মুস্তাফিজ ঘরে ঘরে আরো গড়ে উঠুক।’ তিনি বলেন, মুস্তাফিজ বিশ্বে বাংলাভাষার মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন।

চেয়ারম্যান এনামুল ইসলাম বলেন, তিনি তেঁতুলিয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া চেষ্টা করছেন। খুব শিগগিরই বিদ্যুৎ চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা গ্রামের স্কুল মাঠে বড় পর্দা টানিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজের খেলা দেখেছে। এ জন্য জেনারেটর ভাড়া করেছিল।সূত্র – এন টিভি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment