আর কখনো আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে না লিওনেল মেসিকে। এই আক্ষেপ নিয়েই বিশ্বের কোটি-কোটি ফুটবলপ্রেমীকে খেলা দেখতে হবে। আর্জেন্টিনার ভক্তদের খেলা দেখতে হবে। কোপা আমেরিকার ফাইনালে আজ সোমবার বাংলাদেশ সময় সকালে মেসির আর্জেন্টিনা আবার চিলির কাছে হেরেছে। টাইব্রেকে ৪-২ গোলের এই হারের দিনে পেনাল্টি মিস করেছেন মেসি নিজে। গত বছরের কোপা ফাইনালেও চিলি টাইব্রেকে হারিয়েছিল আর্জেন্টিনাকে। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা ও ২০১৬ বিশেষ কোপার ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার হতাশায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২৯ বছরের মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের ক্যারিয়ার দেখে নেওয়া যাক একনজরে।
নাম : লিওনেল আন্দ্রেস মেসি
জাতীয়তা : আর্জেন্টিনিয়ান
জন্ম : ২৪ জুন, ১৯৮৭ : বয়স ২৯
জন্ম স্থান : রোজারিও, আর্জেন্টিনা
ক্লাব : বার্সেলোনা (স্পেন/২০০০ থেকে)
আন্তর্জাতিক ম্যাচ : ১১৩টি
আন্তর্জাতিক গোল : ৫৫টি
আন্তর্জাতিক অভিষেক : ১৭ আগস্ট, ২০০৫, হাঙ্গেরি ১-২ আর্জেন্টিনা