‘বাদশায়’ মগ্ন নুসরাত ফারিয়া

‘বাদশায়’ মগ্ন নুসরাত ফারিয়া

(প্রিয়.কম) ‘আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে… মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে… আজ সৃষ্টি-সুখের উল্লাসে!’ কাজী নজরুল ইসলামের এই কথাগুলোর মতোই হয়তো অব্যক্ত ভাব প্রকাশ করছেন নুসরাত ফারিয়া তার নতুনত্ব আগমনে। সুসময়ের পালে নৌকা বেয়ে চলা এই নায়িকা এখন মগ্ন ‘বাদশা’ নিয়ে। তবে যৌথ-প্রযোজনার আরও দুটি ছবি নিয়ে অনেক আলোচনা কিংবা সমালোচনার জন্ম হলেও ‘বাদশা’ নিয়ে আশাবাদী এই নায়িকা।

‘বাদশায়’ মগ্ন নুসরাত ফারিয়া

সাম্প্রতিক সময়ের আলোচিত মুখ অভিনেত্রী  নুসরাত ফারিয়া এখন সুসময়ের সন্ধানে এগিয়ে চলছেন। কল্পনা আর বাস্তবতা মিলে ‘বাদশা’কে বসিয়েছেন ভিন্ন এক স্থানে। এখন ছবিটির প্রচারের প্রস্তুতিও চলছে। এ কাজেই তিনি এপার বাংলা, ওপার বাংলায় আসা-যাওয়ার ওপর থাকবেন। ‘বাদশা’তে ফারিয়ার বিপরিতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ।

‘বাদশায়’ মগ্ন নুসরাত ফারিয়া

অভিনয় জীবনের উত্থানে গল্পে ফারিয়া অনেকটা এগিয়েছেন। নিঃসন্দেহে তিনি ভালো একটি জায়গা করতে চলেছেন চলচ্চিত্র শিল্পে। এখন তার আরেকটি চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’র শুটিং চলছে বিএফডিসির দুই নাম্বার ফ্লোরে। এই সিনেমার শুটিং স্পটেই কথা হয় নুসরাত ফারিয়ার সঙ্গে। এদিকে আজ রাত ৯টার দিকে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘বাদশা’ ছবিটির ট্রেলার।

‘বাদশায়’ মগ্ন নুসরাত ফারিয়া

বাদশা চলচ্চিত্রের প্রসঙ্গে দারুণ উচ্ছ্বাস নিয়েই ফারিয়া বললেন, ‘ছবিটির শুটিংয়ের সময় সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল। আমি সারাক্ষণই শ্রেয়া চরিত্রটির মধ্যে থাকতাম। শ্রেয়া হচ্ছে খুব অ্যাটিটিউডওয়ালা একটি মেয়ে। শুটিংয়ের সময় সারাদিন ঘুম থেকে উঠেই আমি এ রকমটা শুরু করে দিতাম। আমি এটা করব না, ওটা করব না, এটা ভাল লাগছে না।’

 

ফারিয়ার ভাষ্য, ‘এটা শুটিংয়ের সময় আমার জন্যে একটা প্লাস পয়েন্ট ছিল। এছাড়া শুটিংয়ের সময় টের পেয়েছি, চরিত্রের মধ্যে ডুবে থাকলে স্ক্রিনে ফুটিয়ে তোলা কতটা সহজ হয়। আর এর জন্যে পুরোটা ধন্যবাদ আমি আমার পরিচালক বাবা যাদবকে দিব। কারণ তিনিই আমাকে এ বুদ্ধিটা দিয়েছেন। তবে মজারও বিষয় ঘটেছে। শুটিংয়ের সময় অনেকে এমনও বলেছে, শুনেছি ঢালিউডের নায়িকারা এত মুডি হয় বুঝি!’

 

এবারের ঈদে অপু বিশ্বাস, শ্রাবন্তী ও তিশার সঙ্গে একই সময়ে মুক্তি পাবে ফারিয়ার ছবিটিও। কিন্তু ফারিয়া কী কোনো ধরনের চাপ অনুভব করছেন? এমন প্রশ্নে জবাবে ফারিয়া বললেন, ‘আসলে তাদের সঙ্গে আমার অভিনীত ফিল্ম আসাটা আমার সৌভাগ্য। আমি এত অল্প সময়ে কাজ করে সে স্ট্যান্ডার্ডটা অর্জন করেছি। এটা আমার কাছে বড় একটা ব্যাপার। কেউ ১২, ২০, কিংবা ২৪ বছর ধরে অভিনয় করছে। সেখানে আমি মাত্র নয়মাস ধরে সিনেমা করছি। এরকম হাইপ্রোফাইল নায়িকাদের সাথে পর্দায় আসতে পারাটা ফারিয়ার জন্যে সৌভাগ্য। নিশ্চয়ই আমাকে সে ধরনের স্ট্যান্ডার্ডে গণ্য করা হয়েছে। এটা আমার জন্যে খুবই সম্মানের একটি বিষয়।’

 

বাদশা ফারিয়ার ক্যারিয়ারে কী ধরনের ভিন্নমাত্রা যোগ করবে এমন প্রশ্নের উত্তরেই নুসরাত ফারিয়া বলেন,  ‘আমরা বিচে গেলে সবাই প্রথমে ম্যাকডোনাল্ডস খাই। আমার ঢাকাই ছবির ক্যারিয়ারে ম্যাকডোনাল্ডস হচ্ছে বাদশা। এ ছবিটির মধ্য দিয়েই নুসরাত ফারিয়ার ক্যারিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে। বাদশা ফারিয়ার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করতে পারে।’

 

নুসরাত ফারিয়া তার ক্যারিয়ারে ‘বাদশা’কে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন। কারণ এর আগের দুটি ছবিতে দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন। এবার যদি দর্শক প্রতিক্রিয়া পজেটিভ হলে ভাল। কিন্তু যদি নেগেটিভ হয়? এর প্রতিউত্তরে ফারিয়া বলেন, ‘কেন হলো নেগেটিভ, সেটি খুঁজে বের করার চেষ্টা করব। তবে আমার বিশ্বাস নেগেটিভ হবে না। কারণ একটি ছবি দর্শক প্রিয় হওয়ার জন্যে যা যা দরকার সবই বাদশায় রয়েছে।’

‘বাদশায়’ মগ্ন নুসরাত ফারিয়া

সিনেমার শুটিং, প্রচার-প্রচারণা, রেডিও শো, পারিবারিক বিভিন্ন কাজে ব্যস্ততা। কোনো রকমে দম ফেলার ফুসরাত মেলে কি ফারিয়ার? আজ বাংলাদেশ তো কাল মুম্বাই। এরপর লন্ডন ঘুরে ফের দেশে। ঈদ ঘনিয়ে আসছে শপিং করেছে কি ফারিয়া? উত্তরে জানালেন, ‘সময় কই? ১ তারিখ সকালে মুম্বাই যাবে। এর আগ পর্যন্ত ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার শুটিং করব। এরপর সেখান থেকে কলকাতা। তারপর ঈদের দিন সকালে ঢাকায় ফিরব। আর ঈদের তেমন কোনো পরিকল্পনা নেই। দ্বিতীয় দিন রেডিও আমারে একটি শো করব।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment