সাইট ইন্টেলিজেন্সে ‘হামলাকারী’ দাবি করে ছবি প্রকাশ!

সাইট ইন্টেলিজেন্সে 'হামলাকারী' দাবি করে ছবি প্রকাশ!

গুলশানের রেস্টুরেন্টে ‘হামলাকারী’ দাবি করে পাঁচজনের ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বরাত দিয়ে এক টুইটারে এদের ছবি প্রকাশ করেছে বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।

সাইট ইন্টেলিজেন্সে 'হামলাকারী' দাবি করে ছবি প্রকাশ!

প্রত্যেকটি ছবির নিচে আরবিতে তাদের নাম লেখা আছে। নামগুলো হলো- আবু উমর আল-বাঙালি, আবু সালমা আল-বাঙালি, আবু রহিম আল-বাঙালি, আবু মুসলিম আল-বাঙালি, আবু মুহারিব আল-বাঙালি।

222715hamlakari_kalerkantho_pic

এর আগে গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টের ভেতরের কিছু বীভৎস ছবি ও সেনাবাহিনির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানের দৃশ্য প্রকাশ করেছে আইএস। তাদের মুখপাত্র হিসেবে পরিচিত আমাক এজেন্সি টুইটারে (#Amaq Agency) কিছু ছবি প্রকাশ করেছে। তবে ছবিগুলো যে তাদেরই এটা নিশ্চিত করার মতো কোনো সূত্র পাওয়া যায়নি।

এছাড়া শুক্রবার রাত হামলার ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাক এর বরাত দিয়ে এমন তথ্যই জানায় বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স। এমনকি ২০ জনকে হত্যার কথাও উল্লেখ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment