‘জঙ্গি হামলায় জাপানের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি ঘটবে না’

'জঙ্গি হামলায় জাপানের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি ঘটবে না'
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খণ্ড খণ্ড দুর্বল প্রতিবাদ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সবাইকে দাঁড়ানো উচিত।
জঙ্গি হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সন্ত্রাসী হামলায় জাপানের যে ছয়জন নিহত হয়েছে তারা দ্বিতীয় মেট্রো রেলের সমীক্ষার কাজে বাংলাদেশে এসেছেন। তাদের উপর হামলা মানেই উন্নয়নকে বাধাগ্রস্ত করা।
'জঙ্গি হামলায় জাপানের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি ঘটবে না'
মন্ত্রী আজ রবিবার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ হামলা বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের বিরুদ্ধে আঘাত। দেশে একটি মেট্রো রেল হচ্ছে। আরো দুইটি মেট্রো রেলের সমীক্ষা হচ্ছে।
তিনি জানান, এ হত্যাকান্ডের ফলে জাপানের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটবে না। কারণ জঙ্গী হামলা বাংলাদেশে একার ঘটনা নয়। সারা পৃথিবীর সমস্যা এটি। মন্ত্রী কাদের বলেন, ফ্লাইওভার নির্মাণ কাজ চলায় এবং বৃষ্টির কারণে রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দকের সৃষ্ট হয়েছে। এসব খানাখন্দক দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। ঈদের যাত্রায় এ নিয়ে কোন সমস্যা হবেনা।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। – See more at:

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment