স্লো-মোশনে টেনিস তারকার অন্তর্বাস দেখিয়ে তোপের মুখে বিবিসি

স্লো-মোশনে টেনিস তারকার অন্তর্বাস দেখিয়ে তোপের মুখে বিবিসি
উম্বলডনে স্লো-মোশনে নারী টেনিস খেলোয়াড়দের অন্তর্বাস দেখিয়ে দর্শকদের তোপের মুখে পড়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। বারবার নারীদের পশ্চাৎদেশের শট নেয়ারও অভিযোগ করেন কেউ কেউ। এর আগে বিবিসির উপস্থাপক এন্ড্রু ক্যাসেল ব্রিটিশ তারকা মার্কাস উইলির বান্ধবীকে নিয়ে বিরুপ মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে নেন।
স্লো-মোশনে টেনিস তারকার অন্তর্বাস দেখিয়ে তোপের মুখে বিবিসি
এরপরই শুরু হলো উম্বলডনের কাভারেজ নিয়ে বিতর্ক।  স্যু সিমন্ডস  নামে একজন টুইটারে লেখেন, ‘আমার মনে জয় স্লোমোশন এবং ক্লোজ শটগুলো শুধু নারীদের অন্তর্বাস ও পশ্চাৎদেশ দেখানোর জন্যই নেয়া হয়েছিলো।
স্যালি ম্যাককার্থি নামে আরেকজন লেখেন, ‘সত্যিই কি উম্বলডনে এত ক্লোজ শট নেয়ার দরকার ছিলো। একজন নারী যখন উপর-নিচ লাফালাফি করছে তখনই আপনাদের ক্লোজ শট নিতে হবে?’
কিকি বার্টেনস ও সিমোনা হেলেপ নামের দুই টেনিস তারকার খেলার সময় এই ফুটেজ নিয়ে সমালোচনার মুখে পড়ে বিবিসি। তবে বিবিসির এক মুখপাত্র জানান, এখন এই অভিযোগের প্রেক্ষিতে তিনি কিছু বলতে পারবেন না। তবে ম্যাচের হাইলাইটস নিয়ে বিশ্লেষণ করছেন তারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment