১৫ জুলাই, শুক্রবার ঢাকার নবাবগঞ্জের মাশহাইল এলাকায় হিন্দু দলিত সম্পদ্রায়ের জমি জোরপূর্বক দখল করাতে গিয়ে সংখ্যালঘুদের উপর হামলা করে এক দল সন্ত্রাসী।এতে মারাত্মক আহত হয়েছেন ৫ জন।
এই হামলার ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল ৩টায়। সন্ত্রাসীরা দলিত সম্প্রদায়ের জমি দখল করে তাদের উচ্ছেদ করতে গেলে বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের উপর হামলা চালায়। এত মারাত্মক আহত হয়: বেদনা দাশ, মালঞ্চ রানী দাশ, অরুন দাশ, লক্ষণ দাশ, কান্তা দাশ। আহতের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।