পিছিয়ে গেল অপুর ‘রাজনীতি’

পিছিয়ে গেল অপুর ‘রাজনীতি’

গত বেশ কয়েক বছর ধরেই ঈদের বাজারে সেরা জুটি শাকিব-অপু। গত ঈদেও মুক্তি পেয়েছে অপু-শাকিব জুটির চলচ্চিত্র ‘সম্রাট’। কিন্তু আগামী কোরবানির ঈদে শাকিব খানের একাধিক ছবি মুক্তি পেলেও এই জুটির কোনো ছবি মুক্তি পাচ্ছে না। জনপ্রিয় এই জুটির তিনটি ছবি শুটিংয়ের জন্য আটকে আছে, এর মধ্যে ‘রাজনীতি’ ছবিটি মুক্তির সম্ভাবনা থাকলেও ঈদে মুক্তি থেকে সরে দাঁড়ালেন ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। তবে এর কারণ হিসেবে অপুর অনুপস্থিতি নয়, বরং নিজের কাজের ধারাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন পরিচালক।

পিছিয়ে গেল অপুর ‘রাজনীতি’

পরিচালক বুলবুল বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি প্রথম থেকেই ছবির কাজ একটু ধরে ধরে করছি। যে কারণে ছবিটির কাজ এখনো শেষ করতে পারিনি। তাই ঈদে মুক্তির চিন্তা থেকে সরে দাঁড়াতে হয়েছে। চাইলে হয়তো ছবিটি রিলিজ দিতে পারতাম। কিন্তু আমার পরিচালিত প্রথম ছবিতে দর্শকদের মন নষ্ট করতে চাই না। ছবির কাজে তাড়াহুড়া করলে বা গুছিয়ে না করলে সেটি দর্শকদের চোখে পড়ে, তারা ব্যাপারটা পছন্দও করেন না। আমি দর্শকদের জন্য ছবিটি বানাচ্ছি, কোনো নির্দিষ্ট সময় বা ঈদের জন্য নয়।’

বুলবুল বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির কাজ প্রায় শেষ করে এনেছি। এখন ছবির ডাবিং করছি। আগামী মাসের প্রথম সপ্তাহে একটি আইটেম গানের শুটিংয়ের মধ্য দিয়ে আমরা ক্যামেরা ক্লোজ করব। আইটেম গানটিতে কে পারফর্ম করবেন, তা এখনো ঠিক হয়নি। আপনারা জানেন, এই ছবিতে অনেক তারকা একসঙ্গে কাজ করেছেন, আমরা চেষ্টা করছি আইটেম গানেও চমক রাখতে।’

ছবির নায়িকা অপু বিশ্বাসের অংশের শুটিং, ডাবিং শেষ হয়েছিল কি না জানতে চাইলে পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘ডিসেম্বরেই দিদির অংশের শুটিং শেষ হয়ে গিয়েছিল। আর উনি খুব কম ছবিতেই নিজে ডাবিং করে থাকেন। দিদির অনুমতি নিয়েই আমরা ডাবিং শিল্পী দিয়ে ওনার অংশের ডাবিং করিয়েছি।’

এফডিসি ও পুরান ঢাকার শাঁখারীবাজারে সেট বানিয়ে শুটিং করা হয় ছবিটির। গত বছরের ডিসেম্বরে নিজের অংশের শুটিং শেষ করে দিয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস। এর পর থেকে দীর্ঘ সময় ধরে অনুপস্থিত অপু বিশ্বাস। তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। চলচ্চিত্র-সংশ্লিষ্টরাও জানেন না, তিনি দেশে রয়েছেন নাকি বিদেশে।

‘রাজনীতি’ ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে রয়েছেন শাকিব খান। এ ছাড়া ছবিটিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা আমজাদ হোসেনের চলচ্চিত্র ‘কাল সকালে’র মাধ্যমে ঢালিউডে পা রাখেন অপু বিশ্বাস। নায়িকা হিসেবে তাঁকে প্রথম দেখা যায় ২০০৬ সালে মুক্তি পাওয়া এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment