‘দেশের প্রথম ৪ লেন এক্সপ্রেস ওয়ের উদ্বোধন শনিবার’

‘দেশের প্রথম ৪ লেন এক্সপ্রেস ওয়ের উদ্বোধন শনিবার’

ঢাকা থেকে মাওয়া ও মাদারীপুরের পাঁচ্চর হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার চার লেন এক্সপ্রেস ওয়ের নির্মাণকাজ আগামীকাল শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘দেশের প্রথম ৪ লেন এক্সপ্রেস ওয়ের উদ্বোধন শনিবার’

শুক্রবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জ সংলগ্ন তেঘড়িয়া এলাকায় প্রাক-প্রস্তুতি পরিদর্শনে এসে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি আরো জানান, পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই এ চার লেন এক্সপ্রেস ওয়ের কাজ সম্পন্ন হবে। এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ২৫২ কোটি টাকা। দেশের এটি প্রথম চার লেন এক্সপ্রেস ওয়ে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ  অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী।

 

তিনি জানান, আগামীকাল বেলা পোনে ১২টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের মানুষ নির্বিঘেœ যাতায়াত করতে পারবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment